ওপেনহার্ট সার্জারির পর বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন এখন বাসায় বিশ্রামে রয়েছেন। তাকে দেখতে আগামীকাল (মঙ্গলবার) সকালে কাজী মো. সালাউদ্দিনের বারিধারাস্থ বাসায় যান যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
পূর্বে একটি ঘটনাকে কেন্দ্র করে বিসিবি সভাপতিকে ব্যক্তিগত আক্রমণ করে বসেছিলেন বাফুফে সভাপতি। নাজমুল হাসান পাপন পাল্টা জবাব দিয়েছিলেন কাজী মো. সালাউদ্দিনকে। ফলে ধারনা করা হয়েছিল সম্পর্কে অবনতি হয়েছে তাদের। সালাউদ্দিনের বাইপাস সার্জারি পর বদলেছে পরিস্থিতি। তাই আজ সালাউদ্দিনকে দেখতে এসে পাপন জানান,
‘যা কিছুই হয়েছে, সম্পর্ক তো আর শেষ হয়ে যায়নি।’
মূলত বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের স্বাস্থ সম্পর্কিত বৈঠক হলেও আলোচনা হয়েছে ফুটবলের মাঠ নিয়ে। নতুন যুব ও ক্রীড়া মন্ত্রী জানান,
‘মাঠের সমস্যাটাই এখন মূল। বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজের অগ্রগতির জন্য আমি জোর চেষ্টা করব। আর কোথায় ফুটবলের জন্য মাঠের ব্যবস্থা করা যায় সেটাও দেখব।’
সালাউদ্দিনের সুস্থতার বিষয়েও জানিয়েছেন পাপন,
‘দেখে মনে হয়েছে, আল্লাহর রহমতে উনি খুব ভালো আছেন এখন। হাঁটাচলা করছেন স্বাচ্ছন্দ্যে, যেটা দেখেই ভালো লাগছে।’
গত ২৮ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কাজী মো. সালাউদ্দিনের হৃদযন্ত্রের ব্লক অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ ২৫ দিন হাসপাতালে থেকে তিনি বাসায় ফেরেন ৯ জানুয়ারি। তারপর থেকে তিনি ডাক্তারের পরামর্শে বাসায়ই বিশ্রাম নিচ্ছেন। বুকে ব্যথা নিয়ে গত ১৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই কিংবদন্তি ফুটবলার। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে কয়েকটি ব্লক ধরা পরে। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে বাফুফে সভাপতির হার্টের ব্লক অপসারণ করেন।