’এএফসি অ-১৭ উইমেন্স এশিয়ান কাপ’-এর বাছাই পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। এই টুর্ণামেন্ট এ অংশ নিতে ইতিমধ্যে সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশ অ-১৭ দল।
টুর্ণামেন্টের প্রথম রাউন্ড থেকে খেলতে হবে বাংলাদেশকে। প্রথম রাউন্ডে ‘গ্রুপ ডি’-তে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশসহ সর্বমোট তিনটি দল রয়েছে এই গ্রুপে৷ গ্রুপের অন্য দুইটি দল হলো স্বাগতিক সিঙ্গাপুর ও তুর্কমেনিস্তান। আগামী ২৬ শে এপ্রিল তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্ণামেন্ট শুরু করবে মেয়েরা।
সিঙ্গাপুর পৌঁছালেও সফরের ধকল সামলাতে আজ কোনো অনুশীলন করে নি খেলোয়াড়রা। খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামে রেখেছে দলের কোচিং স্টাফ। আজ দলের সার্বিক কার্যক্রম নিয়ে দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানান,
‘আমরা সকাল ৬ টায় সিঙ্গাপুর এসে পৌঁছেছি। সেখান থেকে হোটেলে এসে ব্রেকফাস্ট সেরেছে দল খেলোয়াড়েরা। এরপর মেয়েদেরকে আমরা রেস্টে দিয়েছি। রেস্টের শেষে মেয়েরা লাঞ্চ করে এবং পরবর্তীতে আমরা খেলোয়াড়দের ছোট পরিসরে একটি টিম মিটিং করি। তারপর আমরা মেয়েদের নিয়ে হোটেলের আশেপাশে ঘুরে ফিরে দেখি।’
প্রথম ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ নিয়ে টিমস ম্যানেজার বলেন,
‘যেহেতু আমাদের ২৬ তারিখ ম্যাচ রয়েছে, সেহেতু আগামীকাল আমরা অনুশীলন রেখেছি। আমি মনে করি আমাদের মেয়েদের ফোকাসটা ম্যাচের দিকেই রয়েছে। কিভাবে ম্যাচ দুইটি বের করে আনা যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখছে।’