ঘরের মাঠে ট্রাইনেশন কাপ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে ন্যাশনাল টিমস কমিটির এক সভায় এই প্রসঙ্গে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভার সিদ্ধান্ত মতে মার্চের ফিফা উইন্ডোতে তিন দেশের সমন্বয়ে এই ফুটবল টুর্ণামেন্ট আয়োজিত হবে। এই ‘ট্রাইনেশন কাপ ২০২৩’এ বাংলাদেশ ছাড়া অন্য দুইটি দল হলো ব্রুনাই দারুস সালাম এবং সিশেলস। আগামী ২০ শে মার্চ থেকে ২৮ শে মার্চের মধ্যে ‘ট্রাইনেশন কাপ ২০২৩’ আয়োজন করা হবে।
টুর্ণামেন্টের ভেন্যু হিসেবে সিলেটকে নির্ধারণ করেছে বাফুফে। ইতিমধ্যে ফিফার কাছে চিঠিও পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এছাড়া উক্ত টুর্ণামেন্টকে সামনে রেখে আগামী ৩ রা মার্চ থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদের নিয়ে আবাসিক ক্যাম্প শুরু হবে।