“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” – এই স্লোগানে দেশব্যাপী চলছে তারুণ্যের উৎসব। সমাজের নানা ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনও এই উৎসবে শামিল হয়েছে। যা থেকে ব্যতিক্রম নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারুণ্যের উৎসবকে ধারণ করে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উঠতি বয়সের প্রতিভাবান ফুটবলারদের তুলে আনতে আয়োজন করছে দেশব্যাপী বাফুফে অ-১৫ ফুটবল লিগ।

দেশের ৬৪ জেলা ফুটবল দলের পাশাপাশি বিকেএসপিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ঢাকা বিভাগের মধ্যে অংশ নেবে বিকেএসপি। আঞ্চলিক পর্বের খেলা অনুষ্ঠিত হবে নরসিংদী, রাজবাড়ী, কুমিল্লা, কক্সবাজার, ঝিনাইদহ, খুলনা, রাজশাহী, বরগুনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ জেলায়। আঞ্চলিক পর্বের ১১ চ্যাম্পিয়ন ও স্বাগতিক নোয়াখালী জেলা নিয়ে নোয়াখালীতে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

আজ বাফুফে ভবনে আয়োজিত হয়েছে অ-১৫ ফুটবল লিগের ড্র। যেখানে সিলেট অঞ্চলের খেলা দিয়ে শুরু হবে বাফুফের এই প্রতিভা অন্বেষণ। স্বাগতিক সিলেট জেলার সঙ্গে এক গ্রুপে পড়েছে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা। আগামী ২৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অঞ্চলের খেলা।

আজ বাফুফে ভবনে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ঢাকায় ফিরে বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরাও এই অনুষ্ঠানে যোগ দেন, ছিলেন নারী দলের খেলোয়াড়রাও। তবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন না যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

Previous articleবসুন্ধরা কিংসকে রুখে দিল ফর্টিস এফসি!
Next articleহামজার সাথে এখনো যোগাযোগ হয়নি কাবরেরার; দল নিয়ে আশাবাদী কোচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here