সিলেট পর্ব দিয়ে আজ থেকে শুরু হয়েছে ইউসিবি অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ। আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত এই লিগের উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। তবে উভয় ম্যাচই গোলশূন্য ড্রতে শেষ হয়। প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট দল মুখোমুখি হয়েছিল হবিগঞ্জ দলের। দ্বিতীয় ম্যাচে মৌলভীবাজারের প্রতিপক্ষ ছিল সুনামগঞ্জ। দুই দলের খেলোয়াড়রা পুরো ম্যাচে বেশ কয়েকটি আক্রমণ শানালেও গোলের দেখা পায়নি কোনো পক্ষই।
লিগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা নবী। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান মনজুরুল হকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই লিগের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে নিয়ে আসার সুযোগ তৈরি করা হবে।