মাঠে খেলা নেই। তাই ফুটবলারদের ফিটনেস ধরে রাখতে সমস্যার মুখেই পড়তে হচ্ছে। যেখানে দেশের ঘরের ভিতর আশেপাশের খালি জায়গায় নিজেদের ফিট রাখার প্রচেষ্টায় ব্যস্ত সেখানে সুইডেন প্রবাসী বাংলাদেশের খেলোয়াড় জোসেফ নূর রহমান করলেন ভিন্ন কাজ। যোগ দিয়েছেন সুইডেনের চতুর্থ ডিভিশনের ক্লাব ভাকশালা এসকে’তে।
গত মার্চের প্রথম দিকেই জোসেফের সাথে চুক্তি শেষ করে বাংলাদেশ পুলিশ এফসি। এরপর সুইডেনে ফিরে যান তিনি। যেহেতু সুইডেনে খেলা ফিরবে তাই চতুর্থ ডিভিশনের ক্লাব ভাকশালা এসকে তে যোগ দিয়ে নিজেকে ফিট রাখতে চান জোসেফ। ইতিমধ্যে ঐ দলের প্র্যাকটিসে যোগ দিয়েছেন তিনি।
তবে বাংলাদেশে কি আর ফিরবেন? অফসাইডের এমন প্রশ্নের জবাবে জোসেফ জানান, ‘এখানে মূলত ফিটনেস ঠিক রাখতেই আমি যোগ দিয়েছি। বাংলাদেশের কোন ক্লাব চাইলে আবার ফিরবো।’ উল্লেখ্য যে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০১৬ সালে শেখ জামাল ডিসি’তে খেলে বাংলাদেশের ক্লাব ফুটবলে যাত্রা শুরু করেন। এরপর ব্রাদার্স ইউনিয়নে খেলে গতবছর যোগ দেন বাংলাদেশ পুলিশ এফসিতে।