শুরুটা সুখকর হলো না বাংলাদেশ অ-১৬ ফুটবল দলের। ভুটানে অনুষ্ঠিত হওয়া সাফ চ্যাম্পিয়নশীপে প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ অ-১৬ দল। ম্যাচে ১-০ গোলে পরাজিত হয় বাংলাদেশ।
তবে ম্যাচ হারলেও নিজের খেলোয়াড়েরা বন্দনা করেছেন দলীর কোচ সাইফুল রহমান মনি পাশাপাশি প্রতিপক্ষ ভারতকে শুভকামনাও জানিয়েছেন। তিনি বলেন, ‘দলের খেলোয়াড়েরা ভালো খেলেছেন। তারা অনেক চেষ্টা করেছে। যদিও ভারত আমাদের চেয়ে নিঃসন্দেহে অনেক ভালো খেলেছে। ভারতের জন্য শুভকামনা। আশা আগামীম্যাচে নেপালের আমাদের ছেলেরা ভালো করবে।’
মনির মতে সুযোগ হাতছাড়া এবং রক্ষণের খেলোয়াড়দের ভুলের কারণে দল পরাজিত হয়েছে বাংলাদেশ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। প্রতিপক্ষ ভারত আমাদের মতো এতো সুযোগ পায় নি। তবে আমার দলের ডিফেন্ডার ভুল করেছে। সে ভুলের সুযোগ নিয়েছে ভারত। তবে আমরা আশাহত হচ্ছি না। পরবর্তী ম্যাচে ইনশাআল্লাহ আমরা রিকোভার করতে পারবো।’
নিজেদের ভুলের পাশাপাশি আবহাওয়াকে কিছুটা দুষেছেন সাইফুল রহমান মনি। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য নতুন একটা দেশ এবং নতুন একটা পরিবেশ। হারের পিছনে আবহাওয়া একটা কারণ। এটা শুধুমাত্র আমাদের জন্য নয়। আমাদের সাথে সাথে ভারতও এই একই সমস্যায় পড়েছে।’