বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে কাতারের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশকে কোন পাত্তা না দিয়েই একপেশে ম্যাচ জিতেছে কাতার। প্রথম লেগের তুলনায় দ্বিতীয় লেগে সহজ জয়ে মাঠের পার্থক্যকেই বড় করে দেখছেন কাতার কোচ ফেলিক্স সানচেজ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কাতার কোচ বলেন, ‘বিষয়টা হচ্ছে যে আমরা যখন ওদের মাঠে খেলতে গিয়েছিলাম, মাঠ খেলার উপযোগী ছিল না, সেখানে খেলা কঠিন ছিল। এখানে তা হয়নি। মাঠ খুব ভালো ছিল এবং এটা আমাদের কাজটা সহজ করে দিয়েছে।’
তবে গোলের ব্যবধান আরো বাড়তে পারতো বলে মনে করেন ফেলিক্স। বাংলাদেশ আগের মতোই তাদের আটকানোর চেষ্টা করলেও এবার তাদের সফল হতে দেয়নি কাতার, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ফেলিক্স বলেছেন, ‘আমরা পাঁচ গোল দিয়েছি। কিন্তু আমার মনে হয়, আরও বেশি গোল হতে পারতো। দুই ম্যাচের মধ্যে পার্থক্য অনেক। প্রথম লেগের মতো বাংলাদেশ একইভাবে আমাদের বিপক্ষে খেলেছে। কিন্তু আজ আমরা তাদেরকে কোনো সুযোগই দিইনি।’