নারী ফুটবল লিগ শুরুর আগেই জাতীয় দলের তারকাদের নিয়ে গড়া নাসরিন ফুটবল একাডেমি যে শিরোপা ঘরে তুলতে যাচ্ছে তা একপ্রকার অনুমিতই ছিলো। তবে মাঠের কাজটা ঠিকভাবে করা তখনও বাকি। আজ সেনাবিহীনিকে হারিয়ে কাজটা প্রায় সম্পন্নই করে ফেলেছে সাবিনা খাতুনের দল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার সেনাবাহিনীর মেয়েদের ৩-১ গোলে হারিয়েছে নাসরিন একাডেমি। লিগের শুরুতে ভালো করতে থাকা সাফ জয়ী নারী দলের কোচ গোলাম রাব্বানী ছোটনের দল বাংলাদেশ সেনাবহিনী নিজেদের গত ম্যাচে হঠাৎ পথ হারায়। শক্তিমত্তায় পিছিয়ে থাকা সদ্যপুস্কুরুনী জেএসসি’র কাছে পরাজয় বরণ করতে হয় তাদের। আজ এগিয়ে গিয়েও লিগের সবচেয়ে শক্তিশালী দল নাসরিম স্পোর্টস একাডেমির কাছে পরাজয়ে তাদের শিরোপা স্বপ্ন শেষ বললেই চলে।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য সুলতানার গোলে এগিয়ে গিয়েছিল সেনাবাহিনী। তবে বিরতির পর আর প্রতিপক্ষকে আটকে রাখতে পারেনি তারা। ৬৫তম মিনিটে মাসুরা পারভীন পেনাল্টি স্পট থেকে সমতা আনেন। যদিও পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিলো। ম্যাচে সমতা আনার পাঁচ মিনিট পরই সাবিনা খাতুনের গোলে এগিয়ে যায় নাসরিন একাডেমি। এরপর ৮৬তম মিনিটে ব্যবধান আরও বাড়ান ঋতুপর্না চাকমা।

দিনের অন্য ম্যাচে সিরাজ স্মৃতি সংসদকে ১-০ গোলের পরাজিত করেছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টস ক্লাব।

Previous articleরেফারিদের বিরুদ্ধে তথ্য প্রমান পেলে ব্যবস্থা নিবে বাফুফে!
Next articleকিংস-মোহামেডান মেগা ফাইনাল; কার হাতে উঠছে শিরোপা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here