সেপ্টেম্বরের ফিফা উইন্ডো’তে কম্বোডিয়া ও নেপাল জাতীয় ফুটবল দলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ ৯ ই আগষ্ট ‘বাফুফে ন্যাশনাল টিম’স কমিটি’-র ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন টিম’স কমিটির চেয়ারম্যান জনাব কাজী নাবিল আহমেদ। এছাড়াও সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দের পাশাপাশি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক হ্যাভিয়ের ক্যাবররা ও বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী ২২ শে সেপ্টেম্বর কম্বোডিয়া জাতীয় ফুটবল দলের সাথে এবং আগামী ২৭ শে সেপ্টেম্বর নেপাল জাতীয় ফুটবল দলের সাথে একটি করে ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। উল্লেখিত দুইটি ‘ফিফা টায়ার-১‘ আন্তর্জাতিক ম্যাচের খেলা উপলক্ষে ঢাকায় আগামী ২৮ শে আগষ্ট থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে।