গেল জুনে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের পর আর মাঠে নামা হয়নি বাংলাদেশের। তাই সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার জন্য বেশ আগেভাগেই কাজ শুরু করে বাফুফে। এবার প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ার পথে। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে সেপ্টেম্বরে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে ভুটান।
প্রীতি ম্যাচের জন্য চাইনিজ তাইপে, কম্বোডিয়া, লাওস, তুর্কমেনিস্তান, ভুটান, সিঙ্গাপুর ও নেপালের সঙ্গে যোগাযোগ করে বাফুফে। পরিকল্পনা ছিল ঘরের মাঠে দুটি ম্যাচ খেলা। তবে দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে। ভুটান ফুটবল ফেডারেশনের সঙ্গে বাফুফের কথাবার্তা অনেকটাই এগিয়েছে। তাই সবকিছু ঠিকঠাক থাকলে ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে দেশটিতে যাবে জামাল ভূঁইয়ারা।
মূলত আগামী বছরের এশিয়ান কাপ বাছাই ঘিরে পরিকল্পনা করছে বাফুফে। সে লক্ষ্যেই ভুটানের সঙ্গে ম্যাচ খেলার পরিকল্পনা তাদের। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন,
‘আগামী বছর মার্চে এশিয়ান কাপের বাছাই আছে। প্রতিপক্ষ এখনো জানা যায়নি। ফিফা র্যাংকিং অনুযায়ী বাছাইয়ের মাধ্যমে ড্র হবে ১৯ ডিসেম্বর। নভেম্বরের র্যাংকিং বিবেচনা করা হবে ড্রয়ের সময়। তাই আমাদের র্যাংকিং বাড়ানো প্রয়োজন। তাহলে সহজ প্রতিপক্ষ পাবো। আমরা চেষ্টা চালাচ্ছি সেপ্টেম্বর উইন্ডোতে ম্যাচ খেলার।’