সাফ অনুর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশীপ ২০২২ এর সেমিফাইনাল নিশ্চিতের পথে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। গত ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে
আগেই নিজের অবস্থান শক্ত করেছে বাংলাদেশের যুবারা। বাংলাদেশ সময় বিকেল ৪.৩০ টায় শুরু এ ম্যাচ জিতলে কিংবা ড্র করলেই বাংলাদেশ পৌঁছে যাবে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে।
গত ম্যাচ থেকে এই ম্যাচের মধ্যে বিশ্রামের জন্য অল্প সময়ই পেয়েছে বাংলাদেশ দল, তাই কিছুটা চিন্তিত বাংলাদেশের কোচ পল স্মলি। ফলে দলের একাদশে পরিবর্তনের আভাস দিলেন ‘সমস্যা হয়ে গেছে, ২৪ ঘণ্টার কম সময় পেয়েছি রিকভারির জন্য। খেলোয়াড়দের ক্লান্তির কারণে একাদশে কিছুটা পরিবর্তন আসতে পারে।’
স্বাগতিক লংঙ্কানদের বিপক্ষে পাঁচ গোল করলেও অনেকগুলো গোলের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। পরিবর্তিতে এটি বড় সমস্যা হতে পারে তা জানেন স্মলি, ‘সবার পারফরম্যান্স ভালো। তবে আমাদের গোলমুখে আরো নিখুঁত হতে হবে। গত ম্যাচে অনেক সুযোগ তৈরি করেও আমরা গোল ব্যবধান বাড়াতে পারিনি।’
কিন্তু আগের ম্যাচে জোড়া গোলের নায়ক মুর্শেদ আলী এই ম্যাচকে ঘিরে বেশ আত্মবিশ্বাসী, ‘আমরা ভালোভাবেই শুরু করেছি টুর্নামেন্ট। আজকের ম্যাচটি জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চাই। কোচের নির্দেশনা মেনে খেলতে পারলে এই বাধা টপকানো কঠিন হবে না। ’ পরশু বাংলাদেশের কিশোররা দুর্দান্ত খেলে স্বাগতিকদের ছিটকে দিয়েছে মাঠের লড়াই থেকে। প্রথম ম্যাচের পর তাদের কঠিন ট্রেনিং হয়নি, হোটেলের সুইমিং পুলে রিকভারি সেশনের পাশাপাশি পরের ম্যাচের প্রস্তুতি নিয়েছে।