বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকা এসেছে পৌঁছেছে নেপাল জাতীয় ফুটবল দল। এসেই নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছে নেপাল দলের কোচ বাল গোপাল মহারজন।
আজ সকালে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে সংবাদ মাধ্যমকে নেপাল কোচ জানান, ‘দুটি ম্যাচে ভালো পারফরম্যান্স করে দেখাতে হবে। জয় বা হারের কথা বলছি না। আমাদের সেরাটা দেওয়ার জন্য এসেছি। ফল একটা বিষয় থাকবে। মাঠে পারফরম্যান্স করে দেখাতে হবে।’
তবে মাঠে খেলা ফেরায় খুশি বাল গোপাল। তিনি বলেন, ‘আমরা ভালো অনুভব করছি এখানে এসে। নেপাল সরকার খেলার অনুমতি দিয়েছে। যা নেপালের ফুটবলের জন্য ভবিষ্যতে ভালো হবে। এই দুটি প্রীতি ম্যাচে দুই দলই উপকৃত হবে।’
বাংলাদেশে আসার পূর্বেই ৭-৮ জন খেলোয়াড়কে করোনার কারনে হারিয়ে কিছুটা বিপাকে নেপাল দল। কিন্তু তারপরও তারা আত্মবিশ্বাসী ঢাকার মাঠে জয় নিয়ে যাবার ব্যাপারে। আপাতত তিন দিন কোয়ারান্টাইনে থাকার পরই শুরু হবে ঢাকার মাঠে নেপালের অনুশীলন।