বাফুফের সাধারণ সম্পাদক জায়গায় স্থলাভিষিক্ত হলেন ইমরান হোসেন তুষার। গত তিনদিন আগে অর্থিক অনিয়ম এবং দুর্নীতির কারণে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল এসোসিয়েশন (ফিফা) কতৃক নিষিদ্ধ হন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। দুই বছরের জন্য ফিফা তাকে নিষিদ্ধ করেছে।
বর্তমানে তার এই শূন্য স্থান দখন করেছে ইমরান হোসেন তুষার। এর আগে তুষার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী এবং প্রটোকল অফিসার হিসেবে কাজ করেছেন। আজ সোমবার বাফুফের এক সভায় সর্বসম্মতিক্রমে বাফুফের দাপ্তরিক কাজ সম্পাদনের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী তিন মাস তিনি বাফুফের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।