আবারো সৌদি আরবে ক্যাম্প করতে যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। প্রস্তুতি হিসেবে আগামী ২ মার্চ সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ।
এর আগে ২০২৩ সালের মার্চে সৌদি আরব গিয়ে প্রায় তিন সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ ফুটবল দল। ফলস্বরূপ সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলতে পেরেছিলো
দলটি এমনটাই দাবি করেছিলো কোচ-খেলোয়াড়রা।
আজ জাতীয় দল কমিটির সভা শেষে ক্যাম্পের বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। আগামী ২ মার্চ সৌদি আরব গিয়ে ১৭ মার্চ পর্যন্ত সেখানে অবস্থান করবে ক্যাবরেরার শিষ্যরা। আল তাইফ শহরের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্র্যাকটিস। এই লক্ষ্যে আগামী ২৫ ফেব্রুয়ারি দল ঘোষণা করবেন কোচ। হতে পারে প্রস্তুতি ম্যাচও।
বড় সংবাদ, মার্চের বিশ্বকাপ বাছাইয়ের দুইটি ম্যাচের সূচিতেই পরিবর্তন এসেছে। যেখানে আগে বাংলাদেশের হোম ম্যাচ হওয়ার কথা ছিলো, তার পরিবর্তে এখন বাংলাদেশ প্রথমে খেলবে অ্যাওয়ে ম্যাচ। আগামী ২১ মার্চ কিংস অ্যারেনায় হোম ম্যাচের প্রতিপক্ষ ফিলিস্তিনের অনুরোধে আগে অ্যাওয়ে ম্যাচ খেলতে কুয়েত যাবে বাংলাদেশ। সৌদি থেকে সরাসরি কুয়েতে যাবে তারা। আর ২৬ মার্চ হবে কিংস অ্যারেনায় হোম ম্যাচটি।