এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে ডি গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশের যুবারা। বাংলাদেশ সময় বিকেল চারটায় মুখোমুখি হবে দুইদল।
গ্রুপ ডি তে ইতিমধ্যে দুই ম্যাচ জিতে মূল পর্ব নিশ্চিত করেছে কুয়েত। সৌদি আরব এবং বাংলাদেশের কাছে এখনো সুযোগ রয়েছে রানার্সআপ হয়ে মূল পর্বে চলে যাওয়ার। এইক্ষেত্রে জয়ের কোনো বিকল্প নেই দুই দলের। ম্যাচটি অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে তাদের।
সৌদি আরবকে হারাতে আশাবাদি রয়েছে বাংলাদেশ দলের কোচ মারুফুল হক। তিনি মনে করেন সৌদি আরবকে জিততে হলে অলআউট অ্যাটাকে খেলতে হবে যার সুযোগ তিনি নিতে চান। মূলত কাউন্টার অ্যাটাকে সৌদিকে ধরাশায়ী করতে চান কোচ। সেই পরিকল্পনায় তিনি দলকে ট্রেনিং করিয়েছেন এবং প্রস্তুতি নিয়েছেন।
জয় নিয়ে আত্মবিশ্বাসী ডিফেন্ডার ইয়াসিন আরাফাতও। তিনি মনে করেন দলের সবাই সেরাটা দিলে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট আনা সম্ভব,
‘আমরা অবশ্যই চাই ম্যাচটি জিততে কারন কোয়ালিফাই করতে হলে ম্যাচটি জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’