আগামী বছরের জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে দেশে ও দেশের বাইরে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতোমধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব পাঠানো হয়েছে।

বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানান,

‘আমরা ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলার কথা ভাবছি। এরই মধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে চিঠি দিয়েছি। এখন তাদের উত্তরের অপেক্ষায় আছি।’

এর আগে সৌদি আরবকে ম্যাচের জন্য প্রস্তাব দেওয়া হলেও তারা তাতে সাড়া দেয়নি। তাই নতুন করে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাফুফের পরিকল্পনা, নতুন বছরের ফেব্রুয়ারির ফিফা উইন্ডোকে সর্বোচ্চ কাজে লাগানো।

ফিফা ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। ফেডারেশন চায় এই সময়ে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে বাংলাদেশে এনে ম্যাচ আয়োজন করতে। যদি দুই দেশ সম্মতি জানায়, তাহলে দ্রুততম সময়ের মধ্যে ম্যাচের দিনক্ষণ এবং ভেন্যু চূড়ান্ত করা হবে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও চলমান এবং কমলাপুর স্টেডিয়ামের টার্ফ স্থাপনের কাজও চলছে। এ কারণে ঢাকার বাইরে ম্যাচ আয়োজনের চিন্তা করছে বাফুফে। সম্ভাব্য ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামের কথা শোনা যাচ্ছে।

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর দীর্ঘদিন ছুটিতে ছিল বাংলাদেশ নারী ফুটবল দল। জানুয়ারিতে তারা আবার ক্যাম্পে ফিরবে এবং শুরু হবে এএফসি বাছাইয়ের প্রস্তুতি। আগামী ২৩ জুন শুরু হতে যাচ্ছে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব। তার আগে বাংলাদেশ নারী দল চারটি ফিফা উইন্ডোতে অংশ নিতে পারবে, যেখানে তারা মোট নয়টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে।

Previous articleবছরের সেরা রেফারি সায়মন হাসান সানি
Next articleমিগেল নৈপুণ্যে কিংসের জয়;ওয়ান্ডারার্সকে হারিয়েছে ফর্টিস!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here