আগামী ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ লক্ষ্যে আজ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে স্টেডিয়াম পরিদর্শন করেছে বাফুফে প্রতিনিধিদল।

পরিদর্শন শেষে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানান, ম্যাচটি সফলভাবে আয়োজনের জন্য তারা আশাবাদী। তিনি বলেন,

 ‘১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি এই ভেন্যুতে আয়োজনের ব্যাপারে আমরা আশাবাদী। জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের সর্বাত্মক সহায়তা করছে। ১০ জুনের মধ্যে যাবতীয় কাজ সম্পন্ন করে এখানে ম্যাচ আয়োজনের জন্য আমাদের সভাপতিও আন্তরিক।’ 

তিনি আরও জানান, স্টেডিয়ামের মাঠে ঘাস তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে বাফুফে মাঠ বুঝে পায়নি। মাঠ দেখার পর ফাহাদ করিম বলেন,

‘ড্রেসিংরুম যথেষ্ট ভালো লেগেছে, আন্তর্জাতিক মানের, যদিও আমার চেয়ে টেকনিক্যাল ব্যক্তি সাবেক ফুটবলাররা এখানে আছেন, তারা ভালো বলতে পারবেন।’ 

বাফুফে সহ-সভাপতি আরও জানান, স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য একটি বিশেষ ‘গ্রাউন্ডস কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটিতে মাঠ সম্পর্কিত অভিজ্ঞ ও টেকনিক্যাল ব্যক্তিরাই থাকবেন। মাঠ পরিদর্শন করে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম গ্রাউন্ডস কমিটি নিয়ে বলেছেন,

‘আমাদের সভাপতি গ্রাউন্ডস কমিটি করেছেন, যেটি আজকালকের মধ্যে প্রকাশ হবে। যারা মাঠ সম্পর্কে জানে, তারাই আছেন কমিটিতে। আমরা বুঝে নেওয়ার পর দায়িত্ব অবশ্যই আমাদের ওপর পড়ে। এই মাঠের জন্য তিনজনের বিশেষ কমিটি হচ্ছে।’  

তবে কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে। ফ্লাডলাইট স্থাপনের কাজ এখনও সম্পূর্ণ হয়নি এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাচ কমিশনার’ ও ‘রেফারিজ রুম’ এখনও তৈরি হয়নি। এ বিষয়ে ফাহাদ করিম বলেন,

‘ম্যাচ কমিশনারের রুমের জায়গাটি এনএসসি আমাদের দেখিয়েছে। আমরা এটি নিজ উদ্যোগে করবো জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সমন্বয় রেখেই। ফুটবলে স্পেসিফিক কিছু বিষয় রয়েছে যা বাফুফের বিশেষজ্ঞ রয়েছে তাদের মাধ্যমে করা হবে।’

Previous articleফিফা ব্যাজ পেলেন বাংলাদেশের ১১ রেফারি ও সহকারী রেফারি
Next articleএলিটকে হারিয়ে লিটল ফ্রেন্ডস ক্লাবের চমক; জয় পেয়েছে পিডাব্লিউডি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here