গতকাল থিম্পুতে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলের জয় পায় বাংলাদেশ। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে একটি ঘটনা সবার নজরে আসে। ম্যাচের মাঝপথে ইনজুরিতে পড়া রাকিবকে তুলতে আসা স্ট্রেচারবয় নিজেই অসুস্থ হয়ে পড়েন। আর তৎক্ষণাৎ তাকে সেবা দিয়ে প্রশংসায় ভাসছেন বাংলাদেশের ফিজিও আবু সুফিয়ান সরকার।

গতকাল ম্যাচের প্রথমার্ধের ৪৫ মিনিট শেষে চতুর্থ রেফারি তিন মিনিট ইনজুরি সময় দেন। সেই তিন মিনিটের শুরুতেই আক্রমণের সময় বাংলাদেশের ফরোয়ার্ড রাকিব হোসেন ব্যাথা পান। বিরতির সময় হয়ে যাওয়ায় রাকিবকে তখন পরিবর্তন করতে চাননি বাংলাদেশ কোচ। তবে একটু পরই রাকিব আবারো পড়ে যান এবং তাকে শুশ্রুসার জন্য মাঠের বাইরে নিতে স্ট্রেচার ডাকেন রেফারি। কিন্তু সেই স্ট্রেচার বহনকারী চার স্বেচ্ছাসেবকের একজন অসুস্থ হয়ে পড়েন।

মাঠে থাকা বাংলাদেশের ফিজিও আবু সুফিয়ান দেখেন ভুটানি স্ট্রেচার বয়ের শ্বাসপ্রশ্বাস কাজ করছে না। এরপর তাৎক্ষণিক চাপ প্রয়োগ করে হৃদযন্ত্র স্বাভাবিক করার চেষ্টা (সিপিআর) করতে থাকেন। কিছুক্ষণের মধ্যে এসে একই কাজ করেন ভুটানের ফিজিও। বেশ কিছুক্ষণ চেষ্টার পর শ্বাস প্রশ্বাস ফিরে আসায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় স্ট্রেচার বয়কে। আপাতত হাসপাতালে স্বাভাবিক অবস্থায় রয়েছেন সেই স্ট্রেচার বয়।

মাঠে তাৎক্ষণিক ভাবে ভুটানের স্ট্রেচার বয়কে সেবা দিয়ে প্রশংসায় ভাসছেন আবু সুফিয়ান সরকার। গতকালের ঘটনা ও আজ স্ট্রেচার বয়ের সর্বশেষ অবস্থান সম্পর্কে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে আবু সুফিয়ান বলেন, ‘তিনি মৃগী রোগে আক্রান্ত। এর আগেও একবার জ্ঞান হারানোর ঘটনা ঘটেছিল বলে শুনেছি। এই রোগে সাধারণত জ্ঞান খুব দ্রুত ফিরে আসে। গতকাল কিছুক্ষণ দেরি হওয়ায় উদ্বিগ্ন ছিলাম। আমি ও ভুটানের ফিজিও সিপিআর করছিলাম। একবার শ্বাস আসলেও পরক্ষণে আবার অবস্থা অবনতি হওয়ায় আরও শঙ্কিত হই। কারণ মস্তিষ্কে অক্সিজেন বেশিক্ষণ না পৌঁছালে বড় দুর্ঘটনা ঘটে থাকে। পরবর্তীতে অবশ্য একটু উন্নতি হওয়ায় উঠানো হয় অ্যাম্বুলেন্সে। আজও তার খোঁজ রাখছি। ভুটানি ফিজিও বন্ধুর মাধ্যমে জেনেছি এখন অনেকটা স্বাভাবিক।’

আধুনিক ফুটবলে ফিজিও একটা বড় অংশ। কারণ শারীরিক শক্তিনির্ভর এই খেলায় সাম্প্রতিক সময়ে হৃদরোগে আক্রান্তের ঘটনাসহ অন্যান্য অসুস্থ্যতার পরিমাণ ক্রমেই বাড়ছে। তাই দলগুলোতে দক্ষ ফিজিও নিয়োগ দেওয়া এখন সময়ের দাবি বলে মনে করেন বসুন্ধরা কিংসের এই ফিজিও।

Previous articleদ্বিতীয় ম্যাচও জিততে চায় বাংলাদেশ
Next articleদ্বিতীয় ম্যাচেও জয় চায় বাংলাদেশ; ছিটকে গেলেন রাকিব!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here