১৯৮০ সালের পর আবারো এশিয়ান কাপের মূল পর্বে খেলার হাতছানি বাংলাদেশের সামনে। মালয়েশিয়ায় এশিয়ান কাপের বাছাইপর্বে স্বাগতিক মালয়েশিয়া, তুর্কেমিনিস্তান ও বাহরাইনের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আগামী জুনের সেই বাছাইপর্বকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতিতে নজর দিতে চায় ফেডারেশন। সে লক্ষে আগামী মার্চে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
তবে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে প্রস্তুতির জন্য বেশি সময় পাবেন না জাতীয় দলের নতুন কোচ হাভিয়ের ক্যাবরেরা। বাফুফের ন্যাশনাল টিমস কমিটি বৃহস্পতিবার সভায় সিদ্ধান্ত নিয়েছে এই দুটি প্রীতি ম্যাচের জন্য বাফুফে ১৩ বা ১৪ মার্চ ক্যাম্পের ফুটবলারদের তালিকা প্রকাশ করবে।
সভা শেষে বাফুফের সহসভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেছেন, “১৮ মার্চ প্রিমিয়ার লিগের খেলা ৯ রাউন্ড শেষ হবে। তারপরই ক্যাম্প শুরু হবে। ২২ মার্চ দল মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।”
মালদ্বীপে ২৪ মার্চ স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ঢাকায় ফিরে সরাসরি সিলেট যাবে দল। সেখানে মঙ্গোলিয়ার বিপেক্ষে ২৯ মার্চ হবে আরেকটি প্রীতি ম্যাচ। এরইমধ্যে করোনার বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে সরকার। এ অবস্থায় ২৯ মার্চ সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচে দর্শকদের মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ থাকবে কিনা সেটা নির্ভর করবে তখনকার পরিস্থিতির ওপর। কাজী নাবিল আহমেদ বলেছেন, “ওই সময় যদি করোনা পরিস্থিতি আরো ভালো থাকে তাহলে আমরা চেষ্টা করবো স্থানীয় প্রশাসন ও সরকারের সঙ্গে আলোচনা করে যত বেশি দর্শককে খেলা দেখানোর সুযোগ করে দেওয়া যায়।”
তবে জানুয়ারির উইন্ডোতে প্রীতি ম্যাচ বাতিল হওয়ার পর মার্চ উইন্ডোতে ম্যাচ খেলতে পারাটা বাংলাদেশের দর্শকদের জন্য যতটা স্বস্তির ততোটাই অস্বস্তির নতুন কোচ হাভিয়ের ক্যাবরেরার জন্য! কেননা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে নিজের প্রথম অ্যাসাইনমেন্টে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না এই স্প্যানিশ কোচ। তবে কাজী নাবিল আহমদে স্বল্প প্রস্তুতিতে কোন সমস্যা দেখছেন না, “এখন লিগ চলছে। কোচ লিগের খেলা দেখছেন, ক্লাবে ক্লাবে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন। এগুলো কিন্তু নতুন কোচের কাজের অংশ। লিগ খেলার কারণে খেলোয়াড়দের ফিটনেস ভাল থাকবে। তাই লম্বা প্রস্তুতির দরকার নেই।”
দেখা যাক এশিয়ান কাপের বাছাইপর্বের আগে জাতীয় দলকে নিজের কোচিং দর্শনের সাথে কতোটা মানিয়ে নিতে পারেন বাংলাদেশের নতুন কোচ হাভিয়ের ক্যাবরেরা। এর পাশাপাশি বাংলাদেশের ডাগআউটে কোচ হিসেবে নিজের অভিষেকটা কতোটা রাঙাতে পারেন সেটাও দেখার বিষয়।