বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার পদটি নিয়ে সবসময়ই হয়েছে আলোচনা সমালোচনা। অবশেষে সত্যজিৎ দাশ রুপুর পর নতুন ম্যানেজার হলেন বাফুফে’র সদস্য আমের খান। তবে দায়িত্বটি শুধুমাত্র তিন ম্যাচের জন্য।
নেপালের বিপক্ষে দুই ফিফা প্রীতি ম্যাচ এবং ডিসেম্বরে হতে যাওয়া কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য আমের খানকে জামাল ভুঁইয়াদের ম্যানেজারের দায়িত্ব দিয়েছে বাফুফে। অন্যদিকে বাফুফের নতুন সদস্য ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ হামিদ সবুজকে জাতীয় দলের পর্যবেক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে।
ম্যানেজার নিয়োগে এখনও তাড়াহুড়ো করতে চায় না বাফুফে। তাই স্বল্প মেয়াদের ম্যানেজার নিয়োগ দিয়ে নতুন ম্যানেজার খোঁজার কাজ চালু রাখছে তারা।