স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা বিমল কর আজ বৃহস্পতিবার ঢাকায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরেই বার্ধক্য ও নানা জটিল রোগে ভুগছিলেন।

বিমল করের মৃত্যুতে বাফুফে শোক প্রকাশ করেছে।বিকাল তিনটায় বাফুফে ভবনে তার মরদেহ আনাহয়। সেখানেই ক্রীড়াঙ্গনের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানায়। তার মরদেহে ফুল দিয়ে গার্ড অফ অনার প্রদান করা হয়।

তিনি ঢাকায় আজাদ স্পোর্টিংয়ের হয়ে খেলেছেন। ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে ভারতের বিভিন্ন প্রদেশে ম্যাচ খেলে মুক্তিযুদ্ধে ফান্ড বৃদ্ধিতে সহায়তা করেছেন।

স্বাধীনতা পরবর্তী সময়ে ভিক্টোরিয়ার হয়ে খেলেন তিনি। এ ছাড়াও চট্টগ্রাম মোহামেডানে খেলেন তিনি। চট্টগ্রাম মোহামেডান, চট্টগ্রামের ফুটবল রেফারিজসহ জেলার ক্রীড়াঙ্গনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই বয়সেও।

শোকের ছায়া নেমেছে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে। মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

Previous article‘চেষ্টার’ প্রতিশ্রুতি মারুফুলের; কোয়ালিফাই ছাপিয়ে আক্ষেপ
Next articleর‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here