বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের ৬টি রাউন্ড শেষ হয়েছে। যেখানে একমাত্র দল হিসেবে ৬ ম্যাচেই জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে মোহামেডান। এদিকে ৫ ম্যাচে জয় তুলে নিয়ে দ্বিতীয় স্থান নিজেদের দখলে রেখেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

টেবিলের তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে শীর্ষে থাকা মোহামেডান প্রথমার্ধে অবশ্য গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭তম মিনিটে মঞ্জির কুলিদিয়াতির গোলে এগিয়ে যায় সাদা-কালোরা। ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সানডে ইমানুয়েল। এরপর ৬৩তম মিনিটে ব্যবধান আরো বাড়িয়ে নেন সৌরভ দেওয়ান। এরপর ম্যাচের ৮৪তম মিনিটে সেলিম রেজার আত্মঘাতী গোলে হালি পূরণ হয় মোহামেডানের।

এরপর ম্যাচের ৮৯তম মিনিটে সৌরভ দেওয়ান নিজের দ্বিতীয় গোলের সঙ্গে দলের ৫ম গোলটি করেন। ইনজুরি সময়ে ইমতিয়াজ জিতু চট্টলার দলটির হয়ে সান্ত্বনার এক গোল শোধ দেন। যার ফলে ৫-১ গোলের বড় জয়ের সঙ্গে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। ৬ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১৮। অপরদিকে চট্টগ্রাম আবাহনী ৬ ম্যাচ খেলেও এখনো কোন পয়েন্টের স্বাদ পেল না!

এদিকে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রহমতগঞ্জও দুর্দান্ত জয় পেয়েছে। দলটির ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বয়টেংয়ের ম্যাজিকে ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-১ গোলে হারিয়েছে তারা। স্যামুয়েল একাই করেছেন ৬টি গোল!

ম্যাচের ২৩তম মিনিটে গোলের সূচনা করেন স্যামুয়েল। ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সঙ্গে করেন নিজের জোড়া গোল। এরপর ৪৪তম মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। দ্বিতীয়ার্ধে অবশ্য ৫০তম মিনিটে সাইফ সামসুদ একটি গোল শোধ দিয়ে লড়াইয়ে ফেরার আভাস দেন। তবে স্যামুয়েল ম্যাজিকের পরবর্তী শো তখনও দেখার অপেক্ষার ছিল সবাই। ৬৩, ৬৬ ও ৭০ এই ৭ মিনিটের মধ্যে আরো তিন গোল করে ডাবল হ্যাটট্রিকের সঙ্গে রহমতগঞ্জের ৬-১ গোলের বড় জয় নিশ্চিত করেন স্যামুয়েল।

এই জয়ে ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই থাকলো রহমতগঞ্জ। তৃতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর সঙ্গে তাদের ব্যবধান ২ পয়েন্ট। আর ৪ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে ঢাকা ওয়ান্ডারার্স।

Previous articleচেনা রূপে কিংস;ব্রাদার্সের জয়ের দিনে আবাহনীর ড্র!
Next articleচা শ্রমিকদের ফুটবল উৎসব আয়োজিত হলো আজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here