দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশীপ। আগামী ১লা অক্টোবর সাফ চ্যাম্পিয়নশীপের আসর বসছে মালদ্বীপে। এবারের সাফে বাংলাদেশসহ অংশ নিয়েছে ৫ টি দল। বাংলাদেশ ছাড়া দলগুলো হলো ভারত,মালদ্বীপ,শ্রীলঙ্কা ও নেপাল। ফিফা নিষেধাজ্ঞার জন্যে পাকিস্তান ও করোনা ভাইরাস পরিস্থিতির কথা চিন্তা করে ভুটান এবারের সাফে অংশ নেয় নি।
সাফ চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন প্রধান প্রশিক্ষক অস্কার ব্রুজন।
পরবর্তীতে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ঢাকা আবাহনীর ডিফেন্ডার মোঃ হৃদয়কে দলের সাথে যুক্ত করা হয়। সাফ মিশনের লক্ষ্যে আগামী ২৩ সেপ্টেম্বর বিকাল চারটায় দলের এই ২৭ জন খেলোয়াড় নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে।