এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। আজ সকাল ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ফুটবলাররা। এরপর কলকাতা হয়ে যাবেন ম্যাচভেন্যু শিলংয়ে। তবে প্রাথমিক দলে থাকলেও ভারত যাওয়ার আগে বাদ পড়েছেন ৩ জন। বাকি ২৪ জনকে নিয়ে ভারত গেছে বাংলাদেশ দল।

প্রাথমিক দলের সৌদি আরব ক্যাম্প থেকেই বাদ পড়েন ফাহমিদুল ইসলাম। অবশ্য তার এই বাদ পড়া নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। এবার বাদ পড়েছেন আরো ৩ জন – পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন ও আরিফ হোসেন। এছাড়া মূল দলে থাকা আরো একজন ভারত ম্যাচের স্কোয়াডে থাকবেন না। কারণ আন্তর্জাতিক ম্যাচের স্কোয়াড হবে ২৩ জনের।

গেল কদিনের মতো আজ সকালেও বিমানবন্দরে আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন হামজা চৌধুরী। হামজা গণমাধ্যমের মুখোমুখি না হলেও দলের ফুটবলারদের শুনতে হয়েছে হামজাকে নিয়ে প্রশ্ন। জবাবে তারাও দিয়েছেন উচ্ছ্বসিত উত্তর।

দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন দেশ ছাড়ার আগে জানান, ‘গতকাল সে (হামজা) অফিসিয়ালি আমাদের সঙ্গে ট্রেনিংয়ে অংশগ্রহণ করে। অবশ্য এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার। সে ফিট আছে। আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজেটিভ ব্যাপার।’

দলের আরেক অভিজ্ঞ তারকা সোহেল রানা দেশ ছাড়ার আগে বলেন, ‘হামজা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে ও অনেকদিন ধরেই আমাদের সঙ্গে খেলছে।’ 

Previous articleআজ বাফুফের নির্বাহী কমিটির তৃতীয় সভা
Next articleশিলংয়ে পৌঁছালো বাংলাদেশ দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here