আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতির জন্য জামাল ভূঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ দল বর্তমানে সৌদি আরবের তায়েফে অনুশীলন করছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি এবার বাংলাদেশের হয়ে মাঠে নামবেন। বাংলাদেশের জার্সি গায়ে খেলতে তিনি এক সপ্তাহ আগেই দেশে আসবেন বলে জানা গেছে। তার আগমনের অপেক্ষায় রয়েছে দলের অন্যান্য সদস্যরা।
জাতীয় দলের ফুটবলার তাজ উদ্দিন বিশেষভাবে অপেক্ষায় রয়েছেন হামজা চৌধুরির জন্য। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার সন্তান হামজা চৌধুরির সঙ্গে সিলেটি ভাষায় কথা বলার সুযোগ পাওয়ার জন্য রোমাঞ্চিত তাজ। তিনি বলেন, “আগেও সৌদি আরবে এসেছি। অনুশীলন ভালো হচ্ছে, কোচ অনেক কিছু শেখাচ্ছেন। দলে টিকে থাকার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। হামজা ভাই আসলে তার সঙ্গে সিলেটি ভাষায় কথা বলবো, তাকে শেখাবো, যদিও তিনি অনেক কিছু জানেন। ড্রেসিংরুম শেয়ার করবো।”
দলে অনেক দিন পর ফিরেছেন ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, “চোট কাটিয়ে আসলাম অনেক দিন পর। ভালো লাগছে। এখানকার কন্ডিশন আলাদা। ভারতের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য অনুশীলন চলছে। অনুশীলনে আর একটু নিজেকে তুলে ধরতে চাই।”
বাংলাদেশ ফুটবল দলের কোচ এবং খেলোয়াড়রা আশাবাদী যে, ভারতের বিপক্ষে ম্যাচে দল তাদের সেরাটা দিতে পারবে।