২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের যাত্রা। এই ম্যাচকে সামনে রেখে চার সপ্তাহের নিবিড় প্রস্তুতির পরিকল্পনা করেছেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। প্রস্তুতির অংশ হিসেবে অতীতের মতো এবারও সৌদি আরবে ক্যাম্প করতে চান তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্প্যানিশ এই কোচের সঙ্গে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত নতুন চুক্তি করেছে। তবে চুক্তি নবায়নের পর কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন না হলেও, কাবরেরা আজ প্রথমবারের মতো গণমাধ্যমে তার পরিকল্পনা তুলে ধরেন।
কাবরেরা জানিয়েছেন, ২৫ মার্চের ম্যাচের আগে তিনি সৌদিতে একটি দীর্ঘমেয়াদি ক্যাম্প করতে চান। ক্যাম্পের সময়সীমা ও খেলোয়াড়দের সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। ভারতের বিপক্ষে ম্যাচটি মেঘালয়ের শিলংয়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ঠান্ডা আবহাওয়া থাকবে।
মধ্যপ্রাচ্যে গরম আবহাওয়ায় অনুশীলন করে ঠান্ডা আবহাওয়ায় ম্যাচ খেলা নিয়ে কোচ বলেন,
সৌদির তায়েফে সন্ধ্যার পর তাপমাত্রা দশ ডিগ্রি ছিল। সন্ধ্যায় সৌদিতে তাপমাত্রা কমই থাকবে। ফলে আবহাওয়ায় সমস্যা হবে না। আমরা ভারতেও ৩-৪ দিন আগে যাব।
‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, সিঙ্গাপুর, এবং হংকং। ভারত ও অন্য দুই দল র্যাংকিংয়ে এগিয়ে থাকলেও কাবরেরা বিশ্বাস করেন, দল যদি সেরাটা দিতে পারে, তাহলে বাছাইয়ে ভালো কিছু অর্জন সম্ভব।
তিনি বলেন,
গ্রুপটি কঠিন হলেও আমরা আমাদের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী। স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।
প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচ পর্যবেক্ষণ করেছেন কাবরেরা ও তার সহকারী কোচিং স্টাফ। স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্সে মুগ্ধ কোচ বসুন্ধরা কিংস, মোহামেডান, আবাহনী ও ফর্টিসের খেলোয়াড়দের প্রশংসা করেন।
তিনি উল্লেখ করেন,
আবাহনী সম্পূর্ণ স্থানীয় ফুটবলারদের নিয়ে লিগ খেলছে এবং মোহামেডান শীর্ষে রয়েছে। এটি বাংলাদেশের ফুটবলের জন্য ইতিবাচক দিক। বসুন্ধরা কিংসের পারফরম্যান্স কিছুটা কমলেও স্থানীয় খেলোয়াড়দের উন্নতি আশা জাগানিয়া।
২৫ মার্চের ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর খেলার সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচের আগে তার বাংলাদেশের দলের সঙ্গে খুব বেশি সময় থাকার সুযোগ নেই।
এ বিষয়ে কাবরেরা বলেন,
হামজা বড় মাপের খেলোয়াড়। সে যেকোনো পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম। যদিও তার সঙ্গে এখনো আমার যোগাযোগ হয়নি।