অলিম্পিক বাছাইয়ে সাফজয়ী মেয়েদের খেলতে না পাঠানোয় সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে এর মধ্যে সমর্থকদের কিছুটা ভালো খবর দিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। পূর্বের ঘোষণা অনুযায়ী প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ। শুরুতে বড় পরিসরে আয়োজনের কথা থাকলেও, এখন পরিসর অনেকটাই ছোট হয়ে গিয়েছে। চারটি দলের অংশগ্রহণে আগামী ১৫ মে থেকে ৪ জুন পর্যন্ত ডাবল লিগ পদ্ধতিতে (প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে লড়বে) আয়োজিত টুর্নামেন্টের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।
আজ (শনিবার) বাফুফে ভবনে ওমেন্স সুপার লিগের সাংগঠনিক কমিটির সভা ছিল। সভা শেষে সাংগঠনিক কমিটি ও বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন,’১৫ মে থেকে ফ্র্যাঞ্চাইজ লিগ অনুষ্ঠিত হবে। চারটি দল অংশগ্রহণ করবে। একে অন্যের সঙ্গে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে। শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল ম্যাচ হবে।’
টুর্নামেন্টের ফরম্যাট চূড়ান্ত হলেও ফ্রাঞ্চাইজদের নাম প্রকাশ করেনি আয়োজকরা। এ বিষয়ে টুর্নামেন্টের স্বত্বাধিকারী কে স্পোর্টসের প্রধান ফাহাদ করিম বলেন, ‘আমরা আজ নীতিগত সিদ্ধান্ত নিয়েছি চার দল নিয়ে করার। আগামী সপ্তাহে ফ্রাঞ্চাইজদের নাম ও আর্থিক বিষয় নিয়ে সভা রয়েছে। ঈদের পর খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে।’