বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমসের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। ফ্রান্সের রাজধানী প্যারিসে হবে এবারের আসর।
২০২৪ অলিম্পিক গেমসের ওমেন্স ফুটবল ইভেন্টে এশিয়ান জোনের বাছাইপর্বের প্রথম রাউন্ডে অংশ নেবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী ০৩ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে এখনো কোনো গ্রুপের স্বাগতিক দেশ নির্ধারণ করা হয়নি। আজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রথম রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়। গ্রুপ ‘বি’ তে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মায়ানমার, ইরান এবং মালদ্বীপকে।
এছাড়া এ গ্রুপে উজবেকিস্তান, জর্ডান, তিমুর-লেস্তে এবং ভুটান, সি গ্রুপে ভিয়েতনাম, নেপাল, ফিলিস্তিন এবং আফগানিস্তান, ডি গ্রুপে থাইল্যান্ড, মঙ্গোলিয়া, সিঙ্গাপুর এবং শ্রীলংকা, ই গ্রুপে ফিলিপাইন, হংকং, তাজিকিস্তান এবং পাকিস্তান, এফ গ্রুপে চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া ও লেবানন এবং জি গ্রুপে রয়েছে ভারত, কিরগিজস্তান ও তুর্কমেনিস্তান। ৭ গ্রুপের চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে খেলার।