বাংলাদেশের ঘরোয়া ফুটবল মাঠে নেই প্রায় মাস পাঁচেক। জুলাইয়ে নতুন মৌসুম শুরুর কথা থাকলেও দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সেটা পিছিয়ে অক্টোবরে চলে আসে। এরপর ভেন্যু প্রস্তুত না হওয়ায় আরো একধাপ পেছানো হয় দেশের ফুটবলের সর্বোচ্চ লিগ। এবার নতুন মৌসুম শুরুর দিনক্ষণ চূড়ান্ত করেছে বাফুফের পেশাদার লিগ কমিটি।

বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান জানিয়েছেন, আগামী ২২ নভেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া মৌসুম। যেখানে লড়বে গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ মোহামেডান স্পোর্টিং ক্লাব। নিয়মানুযায়ী লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের মধ্যে এই ম্যাচটি আয়োজন করার কথা।

তবে দুই জায়গায়ই কিংস চ্যাম্পিয়ন হওয়ায় রানার্স আপ মোহামেডান তাদের প্রতিপক্ষ হয়েছে। এরপর ২৯ নভেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এরপর গত দুই মৌসুমের মত ৩ ডিসেম্বর থেকে লিগের সঙ্গে শুরু হবে ফেডারেশন কাপ। লিগের ৬ ভেন্যুর বেশিরভাগই নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন ইমরুল হাসান।

এদিকে আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। তাই নির্বাচনে জয়ী কমিটির অধীনেই শুরু হবে ২০২৪-২৫ ফুটবল মৌসুম।

Previous articleবাংলাদেশকে হারালো দশ জনের কম্বোডিয়া!
Next articleবাফুফে সদস্য নুরুল ইসলাম নুরু আর নেই!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here