দেশের ফুটবলে মাঠে অপ্রতুলতা নতুন কিছু নয়। নতুন মৌসুমের শুরু ভেন্যু নির্ধারণ নিয়ে হাহাকার পড়ে যায়। বসুন্ধরা কিংস ছাড়া আর কারো নিজস্ব কোনো হোম ভেন্যু না থাকার কারণে মাঠ নিয়ে টানাপোড়ানে পড়তে হয় ফেডারেশনকে। এই মাঠের সমস্যা দূর করতে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক ১০ বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম বাফুফেকে লীজ দেওয়া হয়েছে। তবে কারণবশত সেই মেয়াদ ২৫ বছর উন্নীত করার জন্য আবেদন করবে বাফুফে।

ক্রীড়া পরিষদ কর্তৃক আগামী ১০ বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম লীজে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। তবে তাতে ততটা খুশি হতে পারেনি ফেডারেশন। তাদের চাওয়া ছিলো ২৫ বছর।

বাফুফের ২৫ বছরের লীজ চাওয়ার ক্ষেত্রেও যথেষ্ট কারণ রয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী কোনো স্থাপনায় যদি ফিফার কোনো সদস্য সংস্থার কমপক্ষে ২০ বছরের অধিকার না থাকে সেখানে ফিফা বিনিয়োগ করে না। এই মাঠের আধুনিকায়ন এর স্বার্থে এবং ফিফার বিনিয়োগ প্রাপ্তির বিষয়টি মাথায় রেখে আমরা আশাবাদী যে জাতীয় ক্রীড়া পরিষদ এই বরাদ্দটি কমপক্ষে ২৫ বছরের উন্নীত করবে।

এই প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সংবাদ মাধ্যমকে জানান, “ফিফার ফান্ডিং ক্রাইটেরিয়া আছে আবেদনের পর থেকে কমপক্ষে ২০ বছরের জন্য অধিকার প্রদান করতে হবে। কিন্তু এখানে ২০ বছর পূরণ হচ্ছে না, তাই মন্ত্রণালয়ের প্রতি আমাদের অনুরোধ থাকবে এটি যেনো কমপক্ষে ২৫ বছরের জন্য দেওয়া হয়।”

চট্টগ্রামের পাশাপাশি দেশের ফুটবলের জন্য মাঠটি চাইবে বাফুফে। এখন দেখার পালা বাফুফের অনুরোধ জাতীয় ক্রীড়া পরিষদে গৃহীত হয় কিনা।

Previous articleএমএ আজিজ ১০ বছরের জন্য বাফুফের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here