বাংলাদেশের ফুটবল উন্নয়নে সবচেয়ে বড় বাধা তৃণমূলের বিমুখতা। নানা অভিযোগে দুষ্টু জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ)। অনিয়মের তাড়নায় উন্নয়নে পথে বারবার বাধা সৃষ্টি হয়। এই অনিয়মের কারণে ২৯ টি ডিএফএ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
আজ ১১ই ডিসেম্বর বাফুফের কার্যনিবার্হী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আওয়াল। আজকের সভায় বাফুফের অধীনস্থ জেলা ফুটবল এসোসিয়েশনগুলো অনিয়মের অভিযোগ আমলে নেওয়া হয়। ৩৫ টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে বিচার বিশ্লেষণ শেষে ২৯ টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে বিলুপ্ত ঘোষণা করেছে বাফুফে।
এ প্রসঙ্গে বাফুফের কার্যনিবার্হী কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, “বাফুফের ডিএফএ মনিটরিং কমিটি ৩৫টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করেছিল। এগুলোর মধ্যে ২৯ টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সেগুলোর নির্বাহী কমিটি বিলুপ্ত করা হয়েছে। এই ২৯ ডিএফএর অ্যাডহক কমিটি গঠন করা হবে।” ৩৫ টির মধ্যে ২৯ টি কমিটি বিলুপ্ত ঘোষণা করলেও কোন কোন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় নি।