করোনার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব কবে নাগাত শুরু হবে তা ছিলো অনিশ্চিত। এদিকে খেলোয়াড়দের নিয়ে অনুশীলন করা ক্লাবগুলো ক্যাম্প খরচ বেড়েই চলেছে। তাই দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর প্রয়োজন ছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লীগ কমিটিকে। অবশেষে এসেছে সিদ্ধান্ত। আগামী ৩০ এপ্রিল মাঠে গড়াবে লিগের দ্বিতীয় পর্ব।
আজ (বৃহস্পতিবার) বাফুফের পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির আওতাধীন প্রিমিয়ার লিগ ২০২০-২১ সম্পর্কিত সাব-কমিটির জরুরি সভায় দ্বিতীয় পর্বের খেলা ৩০ এপ্রিল থেকে শুরুর সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে দর্শক শূন্যভাবে খেলা আয়োজন করার অনুমতি চেয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিকট পত্র প্রেরণ করেছে।
তবে লীগ শুরু হয়ে চলবে ৩-৪ রাউন্ড। ঈদের ছুটি, জাতীয় দলের ক্যাম্প ও এএফসি কাপের কারণে এক মাসের মতো বন্ধ থাকতে পারে খেলা। ২য় পর্বের খেলাগুলোও ১ম পর্বের মতো চারটি ভেন্যু যথা – বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকা, শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম টঙ্গী, বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাঃ লেঃ মতিউর রহমান স্টেডিয়াম মুন্সিগঞ্জ ও ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লায় অনুষ্ঠিত হবে।
বসুন্ধরা কিংস আর উত্তর বারিধারার ম্যাচ দিয়ে ফিরতি পর্বের খেলা শুরু হবে। একই দিন মাঠে নামবে ঢাকা আবাহনী ও পুলিশ এফসি। ক্লাবগুলোকে ইতিমধ্যে খসড়া সূচী প্রেরণ করা হয়েছে।