আগামী দিনের ভবিষ্যৎ ফুটবলার তৈরি করার লক্ষ্যে আগামী ৩০ জানুয়ারী থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ট্যালেন্ট হান্ট কার্যক্রম। সারাদেশ থেকে সর্বমোট ১০০ জন খেলোয়াড় বাছাই করার লক্ষ্য রয়েছে বাফুফের।
বাছাইয়ে অংশ নেয়া খেলোয়াড়দের বয়স হতে হবে অনূর্ধ্ব-১৫। বাছাইয়ে অংশ নেয়া খেলোয়াড়দের পার করতে হবে জেলা এবং বিভাগীয় পর্যায়। এরপর হবে ঢাকায় চূড়ান্ত ক্যাম্প।
বাফুফে ডেভলপমেন্ট কমিটির বৈঠকে নেওয়া এই সিদ্ধান্ত নিয়ে ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, ‘আগামী ৩০ তারিখ থেকে যে ট্যালেন্ট হান্ট শুরু করবো সেটায় ডিস্ট্রিক্ট থেকে ডিভিশনে তারপর ঢাকায় এসে এমআরআই এ-র মাধ্যমে সঠিক বয়স নির্ধারন করে তারপর আমরা খেলোয়াড়দের ক্যাম্পে উঠাবো।’
এর আগেও বিভিন্ন সময় ট্যালেন্ট হান্ট করেছে ফেডারেশন। এবারও ট্যালেন্ট হান্ট করে তাদের বাফুফে’র একাডেমি রাখবে তারা। এদের থেকেই তৈরি হবে দেশের বয়সভিত্তিক কিছু জাতীয় দল।