বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরে প্রথম লেগ শেষে পয়েন্ট টেবিলে সবার উপরে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৪। তাই এবার লিগ চ্যাম্পিয়ন হওয়ার বেশ ভালো সুযোগ রয়েছে সাদা-কালোদের। তবে দলটির ঘানার ফরোয়ার্ড আর্নেস্ট বয়টেং ইনজুরিতে পড়েছেন। তাই তার জায়গায় একজন বিদেশি দলে নিতে যাচ্ছে তারা।
মোহামেডানের পছন্দের তালিকায় বাংলাদেশের ফুটবলে খেলে যাওয়া এডওয়ার্ড মোরিও। গত দুই মৌসুম তিনি বাংলাদেশ পুলিশ এফসির হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেন। লিগে ২০২২-২৩ মৌসুমে ১৮ ম্যাচে ৯টি গোল ও ৮টি এসিস্ট করেন তিনি। এরপর গত মৌসুমে ১৫ ম্যাচে ৫টি গোল ও ৪টি এসিস্ট করেন মরিলো। এবারের মৌসুমে তিনি খেলেছেন নিকারাগুয়ার ক্লাব মানাগুয়া এফসিতে। পুলিশে আসার আগেও এই ক্লাবেই খেলেছেন তিনি। চলতি মৌসুমে ১৪ ম্যাচে ৪টি গোল করেছেন তিনি।
বাংলাদেশের লিগে পরীক্ষিত কোন বিদেশি খুঁজছিল মোহামেডান। আর সে চিন্তা থেকে এডওয়ার্ড মোরিওকে দলে ভেড়ানোর লক্ষ্যে কাজ করছে তারা। মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব অফসাইডকে মুঠোফোনে জানিয়েছেন, ইতিমধ্যেই তারা খেলোয়াড়কে অফার লেটার পাঠিয়েছেন, কিন্তু এখনো অফিসিয়ালি সম্মতি দেননি মোরিও। ২/১ দিনের মধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে যাওয়ার প্রত্যাশা মোহামেডান ম্যানেজমেন্টের।
একাধারে উইঙ্গার, স্ট্রাইকার ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে অভ্যস্ত মোরিও। একইসঙ্গে সেট পিস নেয়াতেও বেশ সিদ্ধহস্ত তিনি। মোহামেডান ছাড়াও আরো ২টি ক্লাবের নজরে আছেন মরিলো। যদিও তাকে নেওয়ার দৌড়ে মোহামেডানই সবার চেয়ে এগিয়ে। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত এডওয়ার্ড মোরিওকে কোন ক্লাবের ডেরায় দেখা যায়।