আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর এই দুই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে বসুন্ধরা কিংস অ্যারেনা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য ইতিমধ্যেই ৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার সে দলকে নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা। গতকাল (রোববার) টিম হোটেলে রিপোর্টিং শেষে আজ (সোমবার) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। তবে এএফসি কাপ খেলতে কলকাতায় থাকায় আবাহনীর ফুটবলারদের সঙ্গে কদিন আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারী রাউন্ডে খেলা বসুন্ধরা কিংসের ফুটবলাররা অনুশীলনে যোগ দেননি। আর্জেন্টাইন ক্লাবে যোগ দেওয়ায় অধিনায়ক জামাল ভূঁইয়াও ছিলেন। এছাড়া বাকিদের নিয়ে প্রথমদিনের অনুশীলন সেরে নিয়েছেন কোচিংস্টাফের সদস্যরা।
অনুশীলন শেষে সংবাদ মাধ্যমে কথা বলেন বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা ও ফরোয়ার্ড সুমন রেজা। প্রথমদিনের অনুশীলন শেষে বাংলাদেশ কোচ বলেন, “অনুশীলনে নতুন খেলোয়ারদের বিশেষ করে যারা এশিয়ান গেমসে খেলবে তাদের পরখ করে নেওয়ার চেষ্টা করেছি। অনুশীলন ভালো ছিল, সবাই খুব ইতিবাচক, ভালো ছন্দে ছিল। কেউ কেউ অনুশীলনের বাইরে ছিল, তাই তাদের জন্য আজকের অনুশীলন কিছুটা কঠিন ছিল। তবে সবকিছু ইতিবাচক রয়েছে।”
সাফের পর আবারো জাতীয় দলের হয়ে অনুশীলনে ফিরে উচ্ছ্বসিত ফরোয়ার্ড সুমন রেজা। অনুশীলন শেষে সুমন বলেন, “সবাই একত্রিত হতে পেরে খুব ভালো লেগেছে। আজকে কোচ আমাদের উইথ দা বলে রানিং করিয়েছে। এটা আমাদের ফিটনেসের জন্য কাজ করেছে। আমাদের ফিটনেস লেভেলটা যারা নিয়মিত ম্যাচ খেলছে তাদের লেভেলে আনার জন্য আজ কাজ হয়েছে। পুরো অনুশীলনটা আমরা অনেক উপভোগ করেছি।”