ডেনমার্ক ছেড়ে দেশের প্রতি ভালোবাসা থেকে লাল সবুজের প্রতিনিধি হতে বাংলাদেশে আসেন জামাল ভুঁইয়া। বাস্তবতা ভিন্ন হলেও তার স্বপ্নটা সবসময় ছিলো বড়। একক ভাবে নিজের সামর্থ্যের জানানও দিয়েছেন তিনি, তবে দেশে সাফল্যের জন্য দরকার দলীয় প্রচেষ্টা। তাই হয়তো এখনও নামের পাশে নেই কোন আন্তর্জাতিক শিরোপা।
লা লীগা অনেকদিন ধরেই ধারাভাষ্য দিচ্ছে বাংলাদেশের অধিনায়ক। গত শনিবার ঐ লা লীগার ধারাভাষ্য দিতে গিয়েই জানিয়েছেন নিজের স্বপ্নের কথা। এক সমর্থকের সমর্থকের প্রশ্নের উত্তরে জামাল বলে, ‘বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ জয় করতে চাই।’
শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন, ফিফার তালিকা ১৮৭ নম্বরে অবস্থান করা দেশ জিতবে এশিয়ান কাপ? কিন্তু স্বপ্ন যে কোন বাঁধা মানে না। বড় কিছু অর্জন করতে বড় স্বপ্ন দেখতেই হয়। আর সামনে একটি উদাহরণ থাকলে তা অনুপ্রেরণা হয়ে উঠবেই। জামাল অনুপ্রেরণা নিতে চান বর্তমান চ্যাম্পিয়ন কাতাকে দেখেই, ‘কাতার এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের উদাহরণটা সামনে রাখলে আমাদের স্বপ্নটাও পূরণ করা সম্ভব। ’
২০০৩ সালের পর আন্তর্জাতিক কোন ট্রফি বাংলাদেশের নামের পাশে যোগ হয়নি। টাইগারদের সমর্থকরা অপেক্ষায় বড় কোন উৎসবের। লক্ষ্য সর্বোচ্চ পর্যায়ে থাকলে সাফল্য একদিন ধরা দিবেই। এই বিশ্বাসেই নিজেদের স্বপ্ন পূরণের পথচলা একসাথেই চলবে খেলোয়াড় ও সমর্থকরা।