সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ ফাইনাল শুরু হবে সন্ধ্যা ৬টায়। অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে সর্বশেষ ২০১৫ সালে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। ঘরের মাঠে সেবার ভারতকে হারিয়েই শিরোপায় মেতেছিল কিশোররা।

এ-গ্রুপে ভারতের কাছে হারলেও নেপালকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায় বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকেট কাটে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন,

‘ওদের (ভারতের) বিপক্ষে আগের ম্যাচের যে ভুলগুলো করেছি সেসব শুধরে ভালো খেলতে হবে। ওই হার মনে জেদ তৈরি করেছে। জয়ের জন্য সব কিছু করতে চাই।’

দোয়া চেয়েছেন তিনি,

‘ইনশাআল্লাহ ফাইনালে আমাদের লক্ষ্য থাকবে গোল করে দেশের জন্য ট্রফি নিয়ে যাওয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের কোচ সাইফুর রহমান মনি বলেছেন,

‘ভারত অনেক ভালো দল। গ্রুপ ম্যাচে আমরা তাদের বিপক্ষে ভালোই খেলেছিলাম। একটা ভুলের জন্য গোল খেয়ে হেরে গেছি। ফাইনালে আমরা নিজেদের ফেবারিটই মনে করছি। আমাদের বিশ্বাস নিজেদের খেলাটা খেলতে পারলে ট্রফি নিয়ে ফিরতে পারবো।’

 

Previous articleপ্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর বাংলাদেশ!
Next articleভারত জুজুতে পা হড়কালো বাংলাদেশ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here