অনেক প্রত্যাশা নিয়ে এবারের এএফসি কাপ মিশন শুরু করেছিল বসুন্ধরা কিংস। তবে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলের হারে শুরুটা একেবারেই ভালো হয়নি টানা চারবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের ওড়িশা এফসির বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা কিংস। আর এই ম্যাচ দিয়েই ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে অস্কার ব্রুজন বাহিনী। তাইতো ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে টুর্নামেন্টে টিকে থাকতে চায় বসুন্ধরা কিংস। আগামীকাল (২ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ৬ টায় ওড়িশা এফসিকে আতিথ্য দেবে বসুন্ধরা কিংস।

এএফসি কাপে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ওড়িশার বিপক্ষে জয়ের বিকল্প নেই। বসুন্ধরা কিংসের অধিনায়ক রবসন রবিনহো নিজেও সেটা জানেন। তাইতো আগের ম্যাচের ভূল শুধরে ভালো করার লক্ষ্য তার। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রবসন বলেছেন,

‘জেতার জন্য যেটা করা দরকার, সেটা করতে চাই। আমাদের পরিকল্পনা পারফেক্ট ম্যাচ খেলা। এই ম্যাচ জিতে টুর্নামেন্টে টিকে থাকতে হবে আমাদের। যদিও এটা কঠিন, কারণ ওড়িশা শক্তিশালী দল। অবশ্য তারাও প্রথম ম্যাচ হেরেছে। ওরাও জিতে ফিরতে চাইবে। কিন্তু আমরা কোনো সুযোগ দেব না।’

বসুন্ধরা কিংসে যোগ দেওয়ার পর থেকেই দলটির সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠেন রবসন। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১০ গোল এবং ১২ অ্যাসিস্ট করে হয়েছেন সেরা খেলোয়াড়। তবে সাম্প্রতিক সময়ে চিরচেনা সেই রবসনের দেখা মিলছে না। তবে এই ম্যাচ দিয়ে নিজের চেনা ছন্দে ফিরতে চান তিনি। তার সঙ্গে গত মৌসুমে ১৯ ম্যাচে ১২ গোল এবং ৮ অ্যাসিস্ট করা মিগুয়েল দামাসেনাকে ফিরিয়ে এনেছে কিংস। তাই ওড়িশা এফসির বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ আশাবাদী রবসন,

‘শুধু আমি নই, দলের সবাইকে সেরা নৈপুণ্য দেখাতে হবে। আমি শেষ দুই ম্যাচে গোল করতে পারিনি। এবার যেহেতু নিজেদের মাঠে খেলা, আমাকে ভালো কিছু করতে হবে। সবাই ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চাচ্ছে। মিগুয়েল ফেরায় আমাদের মাঝমাঠের শক্তি আরো বেড়েছে।’

মালদ্বীপের মাজিয়ার কাছে হেরে প্রত্যাশিত শুরু পায়নি বসুন্ধরা কিংস। তবে এই ম্যাচ দিয়ে জয়ে ফিরতে চান বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজন। ওড়িশার বিপক্ষে ম্যাচের আগে অস্কার ব্রুজন বলেছেন,

‘আমাদের সামনে আর কোনো অজুহাত নেই। বসুন্ধরা কিংস ফিরে এসেছে। এখন আমার মনে হচ্ছে সর্বোচ্চটা দেওয়ার মতো অবস্থানে চলে এসেছি আমরা। আমাদের সামনে কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে।’

Previous articleবিশ্বকাপ বাছাইয়ের জন্য জামালদের ক্যাম্প শুরু ৩০ সেপ্টেম্বর!
Next articleঅ্যারেনাতে কিংস-ওড়িশা’র লড়াই!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here