ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড খেলতে অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল বাংলাদেশ সময় রাত ১১ টায় জামালরা মেলবোর্নের উদ্দেশে রওনা হন।
প্রায় বিশ ঘন্টার লম্বা যাত্রা শেষে ১১ তারিখ অস্ট্রেলিয়া সময় রাত ১০.৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়) দেশটিতে পৌঁছায় জামাল ভুঁইয়ার দল।
আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশের অস্ট্রেলিয়ার আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ। প্রথম দিন সকালে জিম সেশনের মাধ্যমে রিকভারি করে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। এই বিষয়ে বাংলাদেশ কোচ বলেন,
‘প্রায় ২০ ঘন্টার ভ্রমন শেষে আমরা এখানে গতকাল মধ্যরাতে পৌঁছেছি। অস্ট্রেলিয়ার এই পাঁচদিনের সফরে আমরা প্রথমদিন নিশ্চিত করতে চেয়েছি যাতে খেলোয়াড়রা এই লম্বা ভ্রমন ক্লান্তি কাটাতে পারে। তাই আমরা জিমে রিকভারি সেশন করেছি।’
মূল অনুশীলন সম্পর্কে তিনি বলেন,
‘আমরা এখানে তিনটি সেশন পাবো। আগামীকাল আমরা প্রথম সেশনে মাঠের অনুশীলনে নামবো।’
অস্ট্রেলিয়া দলের পাশাপাশি সেখানকার আবহাওয়া বড় একটি চ্যালেঞ্জ হতে চলেছে বাংলাদেশ দলের জন্য। বাংলাদেশের তুলনায় সেখানে তাপমাত্রা অনেকটাই কম এবং পুরো সময় জুড়েই ঠান্ডা বাতাস থাকে। তবে এই কয়েকদিনের প্রস্তুতিতে আবহাওয়ার বাঁধাও পেরোতে চান বাংলাদেশ কোচ,
‘বাংলাদেশ থেকে এখানকার আবহাওয়া ভিন্ন। সকালে অনেকটাই ভালো, প্রায় ২০ ডিগ্রী। কিন্তু ম্যাচ রাত আটটার দিকে, ফলে ম্যাচটি ১০-১১ ডিগ্রীতে হবে, যা আমাদের জন্য অনেকটাই ঠান্ডা। এইজন্যই আমরা ৪-৫ দিন আগে এখানে এসেছি যাতে মানিয়ে নিতে পারি।’
আগামী ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ বাছাইয়ের যাত্রা শুরু করবে বাংলাদেশ দল। এরপর ২১ তারিখ লেবাননের বিপক্ষে ঘরে মাঠে খেলবে ক্যাবরেরার শিষ্যরা।