আগামীকাল বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। স্বাগতিক অস্ট্রেলিয়া শক্তিমত্তায় এগিয়ে থাকায় বাংলাদেশ দলের হারানোর কিছু নেই, তবে প্রাপ্তির অনেক কিছুই আছে। টিম অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পরাজয়ের উর্ধ্বে গিয়ে লড়াইয়ের মানসিকতা বজায় রাখাই বাংলাদেশ দলের মূল উদ্দেশ্য।

দলীয় শক্তিমত্তার বাইরে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে র‍্যাংকিং সবচেয়ে বড় পার্থক্য তৈরি করেছে। অস্ট্রেলিয়ার বর্তমান ফিফা র‍্যাংকিং ২৭ তম, বিপরীতে বাংলাদেশের ফিফা র‍্যাংকিং ১৮৬ তম। এছাড়া অস্ট্রেলিয়ার সাথে দু’বারের মুখোমুখি দেখায় দু’বারই বেশ বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তবু ম্যাচটিকে খুবই গুরুত্বের চোখে দেখছেন অজি কোচ। “বাংলাদেশ একটি শক্তিশালী দল। আমরা তাদের সম্মান করি। ম্যাচটি কঠিন তবে আমরাও চ্যালেঞ্জ মোকাবেলা করে জয়ের জন্য প্রস্তুত।”

সকারুজরা প্রতিপক্ষ বাংলাদেশ থেকে এগিয়ে বহুগুণে তবে তাতে আত্মঅহংকারী না হয়ে বাংলাদেশকে সমীহের চোখে দেখছে অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আর্নোল্ড। তবে তিনি ম্যাচটি জয়ের ব্যাপারে আশাবাদী- “বাংলাদেশ ভালো দল। তারা ভালো ফুটবল খেলছে। আমরা আত্মবিশ্বাসী যে ম্যাচটি জিতবো। আমার দল ভালো অবস্থায় আছে। পারফরম্যান্সের উন্নতি করতে কঠোর পরিশ্রম করছি।”

এশিয়ান অঞ্চলে শক্তিশালী দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার নাম তালিকার প্রথমদিকে থাকবে। প্রতিবারই এশিয়া অঞ্চল থেকে ফুটবল বিশ্বকাপে অংশ নেয়। তাই অভিজ্ঞ দলটি নিয়ে কোচ আগামী ম্যাচের জন্য বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, “আমরা এই ম্যাচটি জিতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের পথে এগিয়ে যেতে চাই। আমাদের দলটি দারুণ।”

আগামীকাল মেলবোর্নের রেটেঙ্গেল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৩টায় মুখোমুখি হবে দুইদল। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ লেবানন। আগামী ২১ শে নভেম্বর কিংস অ্যারেনায় লেবাননের  সাথে ম্যাচটি খেলবে জামালরা।

Previous articleবঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে মুখোমুখি বাফুফে-এনএসসি!
Next article‘আমরা লড়াই করতে চাই’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here