আর কিছুক্ষণ পর বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হবে ম্যাচ। নিজেদের সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়ে দেশে ফেরে হাভিয়ের ক্যাবরেরা বাহিনী। তাই এবার ঘরের মাঠে লেবাননের বিপক্ষে পূর্ন তিন পয়েন্টের খোঁজে লাল সবুজের প্রতিনিধিরা।
তবে হলুদ কার্ডজনিত সমস্যায় এই ম্যাচে খেলা হচ্ছে না রাকিব হোসেন ও সাদ উদ্দিনের। তাই তাদের জায়গায় নতুন দুই ফুটবলারসহ মোট চার পরিবর্তন নিয়ে লেবানন ম্যাচের জন্য একাদশ সাজিয়েছেন বাংলাদেশ কোচ। মদকান্ডের নিষেধাজ্ঞা থেকে ফেরার পর এই প্রথম শুরুর একাদশে জায়গা পেয়েছেন তরুণ তুর্কি শেখ মোরসালিন। মালদ্বীপ ম্যাচে লাল কার্ড দেখা মিডফিল্ডার মোঃ সোহেল রানাও শুরুর একাদশে জায়গা পেয়েছেন। এছাড়াও একাদশে জায়গা ফিরেছেন ঈসা ফয়সাল ও শাকিল হোসেন।
বাংলাদেশ একাদশঃ
মিতুল মারমা, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, শাকিল হোসেন, ঈসা ফয়সাল, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মোঃ সোহেল রানা, জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন ও ফয়সাল আহমেদ ফাহিম।