আগামী ১ ও ৪ ডিসেম্বর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ নারী দলের দু’টি প্রীতি ম্যাচ রয়েছে। নারী ফুটবলে বাংলাদেশ আর সিঙ্গাপুরের শক্তির পার্থক্য কাছাকাছি। সিঙ্গাপুর র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও দূরত্বটা বেশি নয়। ১৩০তম স্থানে সিঙ্গাপুর আর বাংলাদেশের অবস্থান ১৪২।
ম্যাচ দুটিকে সামনে রেখে অনেক দিন ধরে সাবিনারা আবাসিক অনুশীলন করে যাচ্ছেন। কোচ হিসেবে রয়েছেন সাইফুল বারী টিটু। ঘরের মাঠে ফিফা ম্যাচ দুটিতে ইতিবাচক ফল করার লক্ষ্য লাল সবুজ দলের । এই ম্যাচ দুটির জন্য আজ ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বুধবার বিকেলে বাফুফে ভবনে এই সিরিজ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ৬ বছর আগে সিঙ্গাপুরের কাছে হারের কথা উল্লেখ করে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন বলেন,
‘২০১৭ সালে সিঙ্গাপুরের বিপক্ষে আমরা একটি প্রীতি ম্যাচ ৩-০ গোলে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। আগের চেয়ে আমাদের বর্তমান দল অনেক ভারসাম্যপূর্ণ। টেকনিক্যাল, টেকটিক্যাল ও ফিজিক্যাল সবদিকেই আমাদের উন্নতি হয়েছে। আশা করি দর্শকেরা মাঠে আসবেন এবং দুটি চ্যালেঞ্জিং ম্যাচ দেখবেন।’
কয়েক মাস আগে কমলাপুরে অনুষ্ঠিত নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ জিততে পারেনি। তাই সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের ব্যাপারে তাগিদ অনুভব করছেন সাবিনারা,
‘আমরা গোল করলে দর্শকরাই সবচেয়ে বেশি খুশি হন। দেশের ফুটবলের মান যেন রাখতে পারি, উন্নতির ধারাবাহিকতা রাখতে পারি— সেই চেষ্টাই করব। দেশের মাটিতে খেলা, অবশ্যই জয়ের লক্ষ্য থাকবে।’
১ ও ৪ঠা ডিসেম্বর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান গেমসের পর মাঠে নামছেন সাবিনা-কৃষ্ণারা। প্রথম ম্যাচটি বিকাল ৪টায়, পরেরটি অনুষ্ঠিত হবে ৩টায়।