গত জুনে ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপ থেকেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের উন্নতি দৃশ্যনীয়। মালদ্বীপ ও ভুটানকে টপকে সেমি ফাইনালে খেলার পর সেখানেও শক্তিশালী কুয়েতের বিপক্ষে লড়েছে চোখে চোখ রেখে। এরপর থেকে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করে যাচ্ছে হাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা।

সবশেষ নভেম্বর ফিফা উইন্ডোতে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে দুটি ম্যাচ খেলে বাংলাদেশ। ফিফা র‍্যাংকিংয়ের ২৭ তম স্থানে থাকা অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হলেও ১০৪ তম স্থানে থাকা লেবাননকে ঘরের মাঠে ১-১ গোলে রুখে দেয় লাল সবুজের প্রতিনিধিরা। তবে এই পারফরম্যান্সের কারণে ফিফা র‍্যাংকিংয়ে উন্নতি হয়নি বাংলাদেশের।

ফিফা র‍্যাংকিংয়ের ১৮৩তম স্থানে থেকে নভেম্বরের ফিফা উইন্ডোতে মাঠে নামে বাংলাদেশ। তখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯১২.৬০। এবার পয়েন্ট বেড়ে বাংলাদেশের নতুন রেটিং পয়েন্ট ৯১৬.৭৫ হয়েছে। কিন্তু সেই পূর্বের ১৮৩ তম অবস্থানেই রয়ে গিয়েছে জামাল ভূঁইয়ার দল।

Previous articleসরে দাড়ালেন সালাউদ্দিন; লিগ কমিটির দায়িত্বে ইমরুল হাসান!
Next articleকোয়ার্টার ফাইনালে আবাহনীর মুখোমুখি শেখ জামাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here