এশিয়ান গেমসের পর প্রথমবারের মতো মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ১ ও ৪ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাঘিনীরা। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচে প্রথম এবং সবশেষ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে সেই ম্যাচে সাবিনাদের ৩-০ গোলে হারিয়েছিল স্বাগতিকরা। এবার তাই নিজেদের ঘরের মাঠে সিঙ্গাপুরকে হারাতে চায় বাংলার মেয়েরা।

এশিয়ান গেমসের পর সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচেও বাংলাদেশের কোচের ভূমিকায় রয়েছেন সাইফুল বারী টিটু। নিজের যাত্রার শুরুতে শক্তিশালী জাপান ও ভিয়েতনামের কাছে বড় হারের স্বাদ পেলেও এবার ঘরের মাঠে নিজেদের অবস্থান যাচাই করতে চান তিনি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেছেন,

‘আমাদের দলটি অনেক দিন ধরেই অনুশীলন করছে। দলের অনেক দিক নিয়ে কাজ হয়েছে। আমরা কাল ভালো ম্যাচ উপহার দিতে চাই। আশা করছি মেয়েরা ভালো পারফরম্যান্স করতে পারবে।’

কোচের সঙ্গে অধিনায়ক সাবিনা খাতুনও ঘরের মাঠে ভালো পারফরম্যান্স করতে চান। সিঙ্গাপুরের বিপক্ষে দল গোল করবে বলেও আশাবাদী তিনি। ম্যাচের আগে সাবিনা খাতুন বলেছেন,

‘বর্তমান দল অবশ্যই অনেক ভারসাম্যপূর্ণ। আমরা গোল করলে দর্শকরাই যেন সবচেয়ে বেশি খুশি হন। দেশের ফুটবলের মান যেন রাখতে পারি, উন্নতির ধারাবাহিকতা রাখতে পারি, দেশের মাটিতে খেলা, অবশ্যই লক্ষ্য থাকবে জয়ের।’

দুই দলের ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় পার্থক্য নেই। সিঙ্গাপুর আছে ১৩০ এ, আর বাংলাদেশ ১৪২তম। তাইতো কমলাপুরে উপভোগ্য একটা ম্যাচেরই আভাস মিলছে। আর এই ম্যাচ দেখতে সমর্থকদের কোন টিকেট লাগবে না। তাই দর্শকে পরিপূর্ন গ্যালারির সামনে ভালো পারফরম্যান্স উপহার দেওয়ার প্রত্যাশায় বাঘিনীরা।

Previous articleকোয়ার্টার ফাইনালে আবাহনীর মুখোমুখি শেখ জামাল
Next articleবাংলাদেশ-সিঙ্গাপুর; ম্যাচ প্রিভিউ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here