স্বাধীনতা কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করেছে বসুন্ধরা কিংস। আর এই ড্রতে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে অস্কার ব্রুজন শিষ্যরা। দুই ম্যাচে ২ ড্রতে ২ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীও গ্রুপ রানার্স আপ হয়ে শেষ আটে পৌঁছেছে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মূল একাদশের সব ফুটবলারকে বিশ্রাম দেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। শুরুর একাদশে ছিলেন না কোন বিদেশি ফুটবলারও। আর এর প্রভাব পড়ে মাঠের খেলায়। নিস্তেজ লড়াইয়ে বিচ্ছিন্নভাবে কিছু আক্রমনের দেখা মিললেও এদিন গোলের দেখা মিলেনি। ফলে গোলশূন্য ড্রয়ের সঙ্গে কোয়ার্টার ফাইনালের টিকিট নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনাল লাইনআপ:-
বাংলাদেশ পুলিশ এফসি – রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি
ঢাকা আবাহনী লিমিটেডের – শেখ জামাল ধানমন্ডি ক্লাব
মোহামেডান স্পোর্টিং ক্লাব – চট্টগ্রাম আবাহনী লিমিটেড
বসুন্ধরা কিংস – বাংলাদেশ সেনাবাহিনী