ঘরোয়া ফুটবলে একেবারে শুরুর স্তর পাইওনিয়ার ফুটবল লিগ। আজ পাইওনিয়ার ফুটবল লিগ কমিটির সভা হয়েছে । সভায় এ মৌসুমের পাইওনিয়ার লিগ আয়োজনের বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। ১০ জানুয়ারি শুরু হবে খেলোয়াড়দের বয়স নির্ধারণের জন্য মেডিক্যাল পরীক্ষা। খেলা শুরু হবে মার্চের তৃতীয় সপ্তাহে।

পাইওনিয়ার লিগ হবে রাজধানীর পাঁচটি মাঠে। মাঠগুলো হলো-উত্তরা ১৪ নম্বর সেক্টর মাঠ, রাজউক আউটার স্টেডিয়াম মাঠ, ধূপখোলা মাঠ, তেজগাঁও বিজি প্রেস মাঠ ও গোলাপবাগ মাঠ।

সভায় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। বাফুফে সভাপতি নতুন গঠিত কমিটিকে পাইওনিয়ার লিগ নিয়ে বিভিন্ন আলোচনা-মতামত ও পরামর্শ প্রদান করেছেন। নারী জাতীয় ফুটবল দলের পাইপলাইন সমৃদ্ধ করার পরিকল্পনার অংশ হিসেবে নারী পাইওনিয়ার লিগ আয়োজনের নতুন ধারণা দিয়েছে ।

নতুন গঠিত কমিটিতে পাইওনিয়ার লিগের ডেপুটি চেয়ারম্যান সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন বলেন,

‘সভাপতি নতুন একটি প্রস্তাব দিয়েছেন। পাইওনিয়ারেও একটি নারী লিগ করা যেতে পারে। এই বিষয়ে কিরণ আপা এবং আমরা পর্যালোচনা করে ভবিষ্যতে সিদ্ধান্ত নেব।’

 

Previous articleখেলবেন রবসন; এখনও শঙ্কায় দিদিয়ের!
Next articleফুটবল থেকে এক বছর নিষিদ্ধ বিকেএসপি; রেহাই পেলো চকবাজার!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here