নিজেদের পুরাতন সত্ত্বাকে আবারো জাগিয়ে তুলেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সাফ জয়ের পর নিষ্প্রভ হয়ে পড়লেও সম্প্রতি আবারো তারা পুরাতন রূপে ফিরে এসেছে। ডিসেম্বরের অনুষ্ঠিত হওয়া দুইটি আন্তজার্তিক প্রীতি ফুটবল ম্যাচে নিজেদের থেকে নামেভারে এগিয়ে থাকা সিঙ্গাপুরকে নাস্তানাবুদ করেছে সাবিনারা। এতে করে ফিফার নতুন র্যাংকিংয়ে উন্নতিও করেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।
গত ১ লা এবং ৪ ঠা ডিসেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথম ম্যাচে ৩-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে ৮-০ গোলে সিঙ্গাপুরকে বিধ্বস্ত করে বাঘিনীরা। এর দুই ম্যাচের ফলাফলের ছাপ পড়েছে বাংলাদেশ নারী দলের ফিফা র্যাংকিংয়ে। বর্তমানে তারা দুইধাপ উন্নতি করে ১৪২ থেকে ১৪০ তম স্থান উঠে এসেছে।
দক্ষিণ এশিয়া অঞ্চলে সবার আগে আছে ভারত। সবার আগে থাকলেও পিছিয়েছে তাদের ফিফা র্যাংকিং। পূর্বে ৬১ তম স্থানে থাকলেও বর্তমানে চারধাপ পিছিয়ে ৬৫ তম স্থানে আছে ভারতীয় নারী ফুটবল দল। এছাড়া দক্ষিণ এশিয়ার অন্য দলগুলোর মধ্যে নেপাল ১০৫ তম, শ্রীলঙ্কা ১৫৭ তম, পাকিস্তান ১৫৮ তম, মালদ্বীপ ১৬২ তম, ভুটান ১৭২ তম স্থানে অবস্থান করছে।