আগামী ২রা ফেব্রুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে ‘সাফ-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ’। সাফের এবারের আয়োজক দেশ বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাংলাদেশ ছাড়াও এবারের টুর্ণামেন্টে অংশ নিবে ভারত, নেপাল ও ভুটান। আসন্ন টুর্ণামেন্ট নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, এরই ধারাবাহিকতায় দলের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাফ অ-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ একবারই আয়োজিত হয়েছে। সেখানে চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশে। এবারেও তাই দলের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু বলেন,
“আমরা চ্যাম্পিয়ন হবো, তবে যে কথা বলছি সেটা পরিণত করতে হবে। চ্যাম্পিয়ন হতে হলে আমাদের চেষ্টা এবং লক্ষ্যটা দৃঢ় হতে হবে। আমাদের এই দলে অ-১৭-এর ১৪ জন খেলোয়াড় আছে, এছাড়া ৫ জন সিনিয়র টিমের খেলোয়াড় আছে।”
উদ্বোধনী দিনে বাংলাদেশ দল মাঠে নামছে। প্রথম ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ নেপাল। প্রথম ম্যাচে জেতার লক্ষ্য নিয়ে নামবে বাংলাদেশ। দলের লক্ষ্য ফাইনাল নিশ্চিত করা এবং ভক্তদের মুখে হাসি ফোটানো। এই প্রসঙ্গে বাংলাদেশ অ-১৯ নারী দলের খেলোয়াড় আফিদা খন্দকার বলেন,
“এই টুর্ণামেন্ট’টার জন্য আমরা দীর্ঘদিন ধরে অনুশীলন করতেছি। প্রথম ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম ম্যাচের জয়-পরাজয় আমাদের ফাইনালে ম্যাচের খেলার নির্ধারক হিসেবে কাজ করবে। আমাদের লক্ষ্য থাকবে ফাইনাল খেলা এবং ফাইনাল ম্যাচে ভক্তদের মুখে হাসি ফোঁটানো।”
এছাড়া দেশবাসীকে মাঠে এসে খেলা দেখার জন্য আহবান জানিয়েছেন আফিদা। এবারের আসরের অংশ নিবে বাংলা বাংলাদেশসহ মোট চারটি দল। দলের সংখ্যা কম হলেও টুর্ণামেন্টের প্রতিটি ম্যাচকে প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে বলে মনে করছেন বাংলাদেশ নারী দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। কারণ তার মতে অংশ নেওয়া প্রতিটি দলই যোগ্যতাসম্পন্ন। এই নিয়ে আমিরুল ইসলাম বাবু বলেন,
“অংশ নেওয়া প্রতিটি দলই ভালো। নেপাল ও ভারত নিঃসন্দেহে ভালো দল। এর মধ্যে কোনো ভুল নেই। ভুটান দিন দিন নিজেদের উন্নতি করছে। এতে আমি করি সাফের এই টুর্ণামেন্টের প্রতিটি দলই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে এবং প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে।”