পারিবারিক কারণে অনেকদিন ধরেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ডাগ আউটে অনুপস্থিত ছিলেন দলটির মেসিডোনিয়ান কোচ মার্জান সেকুলোভস্কি। স্বাধীনতা কাপ চলাকালীন সময়েই বাংলাদেশ ছেড়েছিলেন এই কোচ। ছুটি নিয়ে দেশে ফিরলেও এবার পুরোপুরি ভাবে দলটির দায়িত্ব ছাড়ছেন মার্জান।

নতুন মৌসুমে দক্ষিণ এশিয়ায় অভিজ্ঞতা সম্পন্ন এই কোচকে দলের দায়িত্ব দেয় ধানমন্ডির জায়ান্ট শেখ জামাল ডিসি। তার অধীনে শক্তপোক্ত দল গড়ে মৌসুম শুরুর আগে ভালোই লড়াইয়ের আভাস দিয়েছিলো দলটি। কিন্তু স্বাধীনতা কাপে শুরু থেকেই কিছুটা ছন্নছাড়া মনেহয় তাদের। মাত্র দুই ম্যাচ ডাগ আউটে দাড়ানোর পরই পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নেন মার্জান। এরপর আর ফিরেননি তিনি।

তার অনুপস্থিতিতে সহকারী কোচ হয়ে দলটির দায়িত্ব নেন বাংলাদেশী সাইফুর রহমান মনি। মার্জান শেখ জামাল ডিসি’র সাথে সমঝোতামূলক ভাবে দায়িত্ব ছেড়েছেন।এখন তার পরিবর্তে  নতুন কোচ হচ্ছেন জুলফিকার মাহমুদ মিন্টু।

Previous articleইস্ট বেঙ্গলের হয়ে আজ সানজিদার অভিষেক; খেলা দেখবেন যেভাবে
Next articleফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে আবাহনী-মোহামেডান!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here